Home / শিক্ষা / ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ব্যারিস্টার মো. আবু সাঈদ এবং চার্টার্ড সাইকোলজিস্ট ড. জহিরুন্নেসা সাঈদ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. শাহীন ইসলাম ও অধ্যাপক মেহজাবীন হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউন্সিলিং সাইকোলজি বিষয়ক শিক্ষার উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা এক্ষেত্রে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

Check Also

রুয়েট উপাচার্য ২৪ ঘণ্টা অবরুদ্ধ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগকে প্রায় ২৪ ঘণ্টা অবরুদ্ধ …

Leave a Reply

Your email address will not be published.